‘সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে আমরা’ ব্যানারে সম্প্রতি রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার শিকার ৩৪টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘সনাতন সংঘ’।
শুক্রবার (০৫ নভেম্বর) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর গ্রামে আর্থিক অনুদান হিসেবে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় সনাতন সংঘের সদস্য সচিব তপন কুমার সরকার, ড. সিদ্ধার্থ দে, কল্যাণাংশু নাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাতন সংঘের সদস্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ দে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনাটি সত্যি অমানবিক। এই হামলার দায় সকলের নয়, অল্প কিছু মানুষের। একটি ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে যারা এই ঘৃণ্য হামলাটি চালিয়েছে। তিনি আরো বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার থেকে এখানে এসেছি, মানবিক ও মানসিকভাবে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে। এই অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে প্রতিহত করা, বিচারের দাবিতে আরো সোচ্চার হওয়া এবং পরবর্তীতে এই ঘৃণ্যচক্র যেন এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ বা সাহস না পায়, এই বিষয়গুলো আমরা সমস্বরে জাতির সামনে তুলে ধরতে চাই।
হামলার শিকার লতা রাণী জানান, আমার ঘরে দুটা ফ্যান-বিছানা ছিলো, সব পুড়ে ফেলেছে। বাক্স-শোকেস সবকিছু লুটপাট করেছে। ভয়ে জীবন নিয়ে পাশের ধানক্ষেতে লুকিয়ে ছিলাম। আমাদের সাহায্যের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।
শর্মিষ্ঠা ভট্টাচার্য
জাককানইবি প্রতিনিধি
Leave a Reply