বালাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেন।
প্রতি বছর এ দিনে পালিত হয়ে আসছে প্রতিষ্ঠা বার্ষিকী।
এরই ধারাবাহিকতায় কাউখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে পালিত হয় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী।
বর্ণাট্য শোভাযাত্রা শেষে পবিত্র কুরআন তেলাওয়াতে ও গীতা পাঠ ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক আলী খান পান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহ মো কাইউম।উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাজি রুহিয়া বেগম হাসি,৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন,কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো রিসাদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো তৌকির আহমেদ সীমান্ত।
আরো উপস্থিত ছিলেন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারন সম্পাদক ফজলে রাব্বি,
৩নং সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন ব্রক্ষ,
সাধারন সম্পাদক রাফসান শেখ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।
Leave a Reply