২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে যবিপ্রবি। এর মধ্যে দিয়ে ঘরে বসেই শিক্ষার্থীরা তাদের ফলাফল পাবে।
যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, তারা গত বছর থেকেই ধারাবাহিক ভাবে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে পরীক্ষার ফলাফল তারা অনলাইনে প্রকাশ করতে যাচ্ছেন। এই পদ্ধতি চালু হলে নোটিশ বোর্ডে আর ফলাফল প্রকাশ করা হবেনা। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অফিসিয়াল অনলাইন পোর্টালে রেজাল্ট অপশনে গিয়ে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন।
উক্ত কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিস্টেম এনালিস্ট সাগর চক্রবর্তী জানান তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নানা সেবা অটোমেশনের আওতায় নিয়ে এসেছেন। ফলাফল প্রকাশের ওয়েব বেস সিস্টেম কাজ ৮৫% শেষ হয়েছে। এই মুহূর্তে ফাইনাল চেকিং চলছে। তিনি বলেন ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের ফলাফল অনলাইনে প্রকাশের মধ্য দিয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষগুলোর ফলাফল অফলাইনে প্রকাশ করা হবে।
যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল হক জানান, তিনি দায়িত্ব নেওয়ার পরে ক্রমান্বয়ে তার দপ্তরে ক্রমান্বয়ে অটোমেশনের আওতায় নিয়ে এসেছেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের কিউআর কোডযুক্ত খাতা এবং শিক্ষকদের আনুতোসিক বিল সহ সকল কাজ অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। অনলাইনে কোর্স রেজিষ্ট্রেশন এর টাকা পরিশোধের ব্যবস্থা ভবিষ্যতে নিয়ে আসা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply