কক্সবাজার জেলার মধ্যে অল্পদিনে পাঠক প্রিয় হয়ে উঠেছে স্থানীয় দৈনিক আজকের কক্সবাজার বার্তা। কক্সবাজার বার্তার সংবাদ কর্মীরা সবসময় দক্ষতার সাথে কাজ করে।
কক্সবাজার বার্তার প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে অতিথিরা বক্তব্যকালে এসব কথা বলেন।
১২এপ্রিল কক্সবাজারের অভিজাত রেস্তোরাঁ আলগণিতে এই প্রতিনিধি সম্মেলনে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এইসময় প্রধান অতিথির বক্তব্যকালে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর উপদেষ্টা ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, কক্সবাজার বার্তা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। বার্তার প্রতিটি সংবাদকর্মী দক্ষতার সঙ্গে সচ্ছতার সাথে সংবাদ তুলে ধরেন।
এইসময় বিশেষ অতিথি বক্তব্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, কক্সবাজার বার্তা ইতিমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। আমরা চাই আপনাদের এই ধারাবাহিকতা বজায় থাকুক।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার বার্তার প্রকাশক ছৈয়দ হোসেন বলেন, আমরা সবসময় পেশাদারিত্ব বাজায় রাখবো এবং সবসময় সত্য ঘটনা তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা দক্ষতার সঙ্গে কাজ করে যাবে এই প্রতশ্যা রইল। তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক কথা বলেন।
কক্সবাজার বার্তার সম্পাদক ওসমান গণির সভাপতিত্বে সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি জসিম উদ্দিনের সঞ্চালনায় এই প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এম এ আজিজ রাসেল, নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম সামস সহ উপজেলা ও শহর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে বর্ষসেরা প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
Leave a Reply