গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসিসিই বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভাগের শিক্ষকগণ। দেশে করোনা ভাইরাস তথা কোভিড-১৯ সংক্রমণের প্রভাব দিন দিন বেড়েই চলেছে।যার কারনে লকডাউনে রয়েছে দেশের বিভিন্ন জেলা। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম।যার কারনে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। দেশের এই সঙ্কটাপন্ন অবস্থায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে সাহায্য করার জন্য দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সহায়তা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগ।
বিভাগটির বিভিন্ন অসচ্ছল শিক্ষার্থীদের ইতিমধ্যে সাহায্য করা হয়েছে বিভাগটির পক্ষে।
বিভাগের সভাপতি জনাব ড. মো কামরুজ্জামান ‘বাংলাদেশ সারাবেলা‘কে বলেন “আমাদের অনেক শিক্ষার্থী আছে যাদের বাবা নাই কিংবা পরিবারে উপার্জনক্ষম ব্যাক্তি নেই এবং অনেক শিক্ষার্থী আছে যারা টিউশন করিয়ে লেখাপাড়া করার পাশাপাশি তাদের পরিবারকে অব্দি দেখাশোনা করত।কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারনে সেটা আর সম্ভব হচ্ছেনা।তাই বিভাগের সকল শিক্ষকসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই অর্থ সহায়তা কার্যক্রম শুরু করি।এই কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও কোভিড-১৯ পরিস্থিতি উত্তরণের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের পাশে বিভাগের শিক্ষকরা থাকবেন”
এদিকে এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
God Bless