খুলনা বিশ্ববিদ্যালযয়ের রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ইউনিট ও ‘ইউনিভার্সাল এমিটি’র যৌথ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার খুলনা ও সাতক্ষীরা জেলার ৮৫০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দরা।
সংগঠন সদস্যদের সুত্রে জানা যায়, শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী এবং দক্ষিণ বেদকাশী গ্রামে ৩০০ কম্বল বিতরণ করার পর সংগঠনটি কার্যক্রম চালাতে সাতক্ষীরায় চলে যায়। এরপরে দুপুর ২ টা থেকে সাতক্ষীরা আশাশুনি উপজেলার হিজলিয়া, কোলা, কলিমাখলী, হাজারীখালি, কল্যাণপুর, প্রতাপনগর ও হরিষখালী গ্রামে ৪০০ কম্বল বিতরণ করা হয়।
বাঁধন খুবি ইউনিটের সভাপতি নিলয় কুমার সরকার বলেন, দক্ষিণাঞ্চলের অসহায় মানুষগুলো আম্ফান ঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই প্রচণ্ড শীতে তাদেরকে শীতবস্ত্র দিয়ে পাশে থাকলে মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার নিমিত্তে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করা।
এ কর্মসূচিতে সাথে থাকার জন্য ‘ইউনিভার্সাল এমিটি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের সহয়তায় অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেছি।
Leave a Reply