পিরোজপুর জেলার কাউখালি উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মো রানা মল্লিক(১১) নামের একটি ছেলে দীর্ঘ দিন যাবত কিননী সমস্যায় ভুকতেছিলো।তার সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো সমাজের অনেকেই তার সাহাযার্থে এগিয়ে এসেছিলো বলে রানা আজ সুস্থ।
রানার পিতা একজন জেলে।
রানার অসুস্থতার কথা শুনতে পেরে কাউখালি উপজেলা আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি তার বাড়িতে ছুটে যান এবং( IHWS ) এর পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা করেন।
উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা মো ওয়ালিউল্লাহ বিন আঃ হামিদ
পিরোজপুর জেলা সহ-সভাপতি ও কাউখালি উপজেলার সভাপতি মো নুরুজ্জামান খোকন সাংগঠনিক সম্পাদক মাহফুজা মিলি
পিরোজপুর জেলা যুগ্ম প্রচার সম্পাদক মো জালিস মাহমুদ
কাউখালি উপজেলা সদস্য সুমা আক্তার ও লোকমান মীর।
Leave a Reply