অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম আর নেই।
আজ সন্ধা ৭.২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।বর্ষিয়ান এই আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এক শোক বার্তায় তিনি বলেন ” মুজিবপ্রাণ আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল হিসেবে সর্বোচ্চ সময় দায়িত্বপালনকারী ও সর্বোচ্চ আদালতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মতো মামলার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহবুবে আলম।
এছাড়া সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী মামলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায়ও যুক্ত ছিলেন মাহবুবে আলম।তার এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
Leave a Reply