বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
শোক বার্তায় মেয়র মিন্টু বলেন “দেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি তাঁর সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে অনেক মানুষকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সহানুভূতির সাথে আইনী সেবা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।”
ঈশ্বরদী পৌর মেয়র শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) গতকাল রবিবার সন্ধ্যা ৭:২৫ মিনিটের সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Leave a Reply