নাটোরের বড়াইগ্রামে বর্তমান সরকারের ক্ষমতাসীন হওয়ার টানা ১২ বছর (এক যুগ) পূর্ণ হওয়ায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনের তত্ত্বাবধানে পৌর এলাকার প্রতিটি মসজিদ, মন্দির এবং গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। যোহর নামাজের পর বনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাতের পূর্বে মেয়র কে এম জাকির হোসেন বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাফল্যের সাথে একযুগ পূর্ণ করেছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন মেগা প্রজেক্ট চালু হয়েছে। তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নের অগ্রগতির ধারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বারবার প্রয়োজন। তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply