‘বৃক্ষ রোপন করি স্বপ্ন বপন করি’ শ্লোগানকে উপজীব্য করে ১২/৭/২২ তারিখ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাস্থ কাউলীবেড়া ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়, ২টি হাইস্কুল ও একটি মাদ্রাসা এবং প্রয়াত শিক্ষক আজগর আলীর শেষ কর্মস্থল সিকদারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে মোট ৬০টি চারা রোপন করা হয়। গাছের তালিকায় স্থান পেয়েছে আম, পেয়ারা, অর্জুন, বহেরা, হরিতকি, করমচা এবং কৃষ্ণচূড়া। এদিন সকাল ৯টায় কাউলীবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি-ঔপন্যাসিক-প্রাবন্ধিক মাতুব্বর তোফায়েল হোসেন এবং সংস্কৃতি কর্মী, মুকসুদপুর স্বপ্নপুর সংগঠনের সংগঠক পরিবেশবাদী মাহমুদ সিমান। বিকেল ৪টা পর্যন্ত বারোজনের দুটি টিম উত্তর ও দক্ষিণ দিকে ভাগ হয়ে একই সময়ে গাছ লাগানো সম্পন্ন করে। মানবিক প্রত্যয়ে ধাবমান শ্লোগান নিয়ে গড়ে ওঠা আজগর আলী ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রতিষ্ঠাকালে মানবিক বিভিন্ন সেবা প্রদান ও দায়িত্ব পালনের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। এই ধারায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়ানো এবং ক্রীড়া, সাহিত্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে সেবামূলক দায়িত্ব পালনে আজগর আলী ফাউন্ডেশন প্রতিজ্ঞাবদ্ধ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো যারা সক্রিয় অংশ গ্রহণ করেছেন- রুবেল হোসেন, মোক্তার হোসেন, কল্লোল, সাফায়েত, ডাঃ লিমন, সাগর আহমেদ, নাজুল রশীদ সুমন, রিপন মল্লিক, রাজিব মুন্সী, আওলাদ হোসেন, ফয়েজ চোকদার, শাহ আলম জমাদ্দার, আশিক আহমেদ, তপন, মাহবুব, রাসেল, মাতুব্বর করিম, মুসলিমা আক্তার, রফিকুল, জান্নাত, মীম, স্বর্ণা, টুটুল, নওরোজ জমাদ্দার, আদনান, শহিদুজ্জামান, বিনয় দাস, তাপস, আরিফ, বাশার, অভি, শিশির প্রমুখসহ আরো অনেকে।
Leave a Reply