উদ্বোধন হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম সাংবাদিক সংগঠন পাবিপ্রবি প্রেসক্লাবের। আজ ১৬ই অক্টোবর বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে ছোট্ট পরিসরে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসক্লাবটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. কে এম সালাউদ্দিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাবিবুল্লাহ, প্রক্টর মোঃ কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহা সহ অনেকেই। উদ্বোধনের আগে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবিদকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব লোগো সম্বলিত বেলুন উড়িয়ে ও কেক কেটে উদ্বোধন ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
সূত্র জানায়, একজন সভাপতি, দুইজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম-সাধারন সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন নারী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সর্বোচ্চ ৫ জন নির্বাহী সদস্যের পাবিপ্রবি প্রেসক্লাব কমিটি দ্রুতই আত্মপ্রকাশ করবে।
Leave a Reply