ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২ জন শিক্ষার্থীর প্রথম স্থান অধিকার সহ ৬ জন শিক্ষার্থী এ্যাওয়ার্ড পেয়েছে। এ্যাওয়ার্ড প্রাপ্তরা সবাই বশেমুরবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সদস্য।
গত ১৩ ও ১৪ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটিতে বশেমুরবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলসহ আরও অংশ নেয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) মডেল ইউনাইটেড ন্যাশনস এ্যাসোসিয়েশন।
প্রোগ্রামে বশেমুরবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সদস্য ও কনফারেন্সে আইপি কমিটির অন্তর্ভুক্ত গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক কাজী ইফতি আরাফাত বেস্ট ডেলিগেটে প্রথম স্থান অধিকার করে এবং ইউএনডিপি কমিটির অন্তর্ভুক্ত ইজিপ্ট এর ডেলিগেট বিপ্লব চক্রবর্তী আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এ্যাওয়ার্ডে প্রথম স্থান অধিকার করে। ইউএনএসসি কমিটির অন্তর্ভুক্ত নরওয়ের ডেলিগেট সৌরভ রায় শান্ত স্পেশাল মেনশন (৩য় স্থান) অর্জন করে।
এছাড়া, ইউএনএসসি কমিটির অন্তর্ভুক্ত ভারতের ডেলিগেট আহনাফ রহমান রূপক এবং ডব্লিউএইচও কমিটির অন্তর্ভুক্ত আফগানিস্তান এর ডেলিগেট মারুফ খান ভার্বাল মেনশন এওয়ার্ড অর্জন করে।
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের এমন সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অবিস্মরণীয় সাফল্য বলে মেন করেন বশেমুরবিপ্রবি গ্লোবার অ্যাফেয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সর্বমোট ৬ জন ডেলিগেট ও সাংবাদিক এর মধ্যে ৬ জনই এ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
Leave a Reply