পাবনা জেলার আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি (রবিবার) দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ২ টায় প্রতিযোগিতা শুরু হয়।বিজয়ীদের মাঝে আগামী একুশে ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।খিদিরপুর ডিগ্রী কলেজের অধ্যাপক রাশেদুল ইসলাম বলেন, এটা শিক্ষার্থীদের জন্য ভালো একটা উদ্যোগ শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয়েছে। আমি উপজেলা প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজন করার জন্য এবং আমি আশা করি উপজেলা প্রশাসন ভবিষ্যতে এরকম আয়োজন করবে।
Leave a Reply