করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়ানো হয়েছে।
৬ আগস্ট অব্দি রয়ে যাওয়া ছুটি বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হলেও করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় ছুটি আরও বাড়ানো হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং এর মাধ্যমে এই সিদ্ধান্ত জানান। ৩১ জুলাই থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় আজকেই ছুটি বৃদ্ধির ঘোষণা দেয়া হলো।
উল্লেখ্য, করোনার কারণে গত মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।আগে থেকেই আগামী ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিলো।আজ তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি হলো। যদিও ছুটি বৃদ্ধির গুঞ্জন আগে থেকেই ছিলো।বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হয়ে! সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে এবং ছুটি বৃদ্ধির বিষয় নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে।
Leave a Reply