আবারো আইসিইউতে নেয়া হয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফিকে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি অসুস্থ হয়ে পরায় তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চমেক হাসপাতালে নেয়া হয় বলে আল্লামা শফি’র ছেলে মাওলানা আনাস মাদানী জানান।
অসুস্থ বোধ করার পর চিকিৎসকদের পরামর্শে উনাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। শরীরের অবস্থা তেমন জটিল না হলেও সতর্কতার অংশ হিসেবে আল্লামা শফিকে আইসিইউতে রাখা হয়েছে বলে শফি পুত্র জানান। বুধবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের এ বিষয়ে মিটিংয়ে বসার পর পরবর্তী ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য দেশের শীর্ষ কওমী আলেম আল্লামা আহমেদ শফীর বয়স ১০৫ বছর।তার শরীরে বাসা বেধেছে নানা রোগ।
Leave a Reply