পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ্য সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির সভাপতি (মন্ত্রী সমমর্যাদা ) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল ০১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) এর শারীরিক সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব (এমপি) ১১৪- পটুয়াখালী ৪।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান সহ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ।
পরে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন আবুল হাসনাত আবদুল্লাহর রোগ মুক্তির জন্য সকলকে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।
Leave a Reply