শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
বশেমুরবিপ্রবি’তে তিন দিনব্যাপী সাইকোমেট্রিক টুলস ও সাইকোলজিক্যাল এসেসমেন্ট ট্রেনিং সম্পন্ন চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নোবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ কেআইবি’তে এলডিডিপির মিডটার্ম রিভিউ কর্মশালা বশেমুরবিপ্রবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক ফারিহা চকরিয়া পৌর বাস টার্মিনালে ব্যাপক পরিবহন চাঁদাবাজি, অতিষ্ঠ চালক-মালিকসহ সাধারণ যাত্রীরা রবিতে ইকোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত  ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত গণতান্ত্রিক উপায়ে শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ বশেমুরবিপ্রবির নয়া নেতৃত্ব নির্বাচিত রবির অর্থনীতি বিভাগে সেমিনার অনুষ্ঠিত  চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও চকরিয়ায় বিএনপি নেতার উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা; চমেকে প্রেরণ লামায় জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবি শিক্ষার্থীদের মানববন্ধন শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি প্রশাসনের অনুদান সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন চকরিয়ায় বিএনপির ঘরে আওয়ামীগের গোপন সোর্স বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথের নেতৃত্বে সজল-সামিরা পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত গণ অধিকার পরিষদ (জিওপি)’র চকরিয়া উপজেলা কমিটি গঠন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত দখলের সংবাদ প্রচার করায় সাংবাদিক কে মারধর করলো বিএনপি নেতা

‘আমার’টা আর ‘আমি’টা কোনটাকে বেছে নিব!

সারাবেলা ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৬১৮ ০০০ বার

এক ব্যক্তি, সে ভালো স্বভাবের, বড় উন্নত চরিত্রের, ভালো মানুষ; কিন্তু তার ঘরবাড়ি, অফিস আদালত, বসার জায়গা, অন্যের কাছে জাহির করার মত কোন অবস্থানই সুন্দর নয়। সে মনস্থ করলো যে, এরকম আর চলবে না; আমার সবকিছুই সুন্দর হওয়া চাই। আমার বাড়ি সুন্দর হওয়া প্রয়োজন, অফিস আদালত সুন্দর হওয়া প্রয়োজন। সহজ পথে এতদিন পর্যন্ত আমি চলেছি, আমি সম্পদ অর্জন করতে পারিনি, সম্মান অর্জন করতে পারিনি। এতদিন আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রেখেছি, সহপাঠীদের সাথে, সহকর্মীদের সাথে, সহযোগীদের সাথে ভালো সম্পর্ক রেখেছি,

বিভিন্নভাবে তাদের পিছনে খরচ করেছি , এতে আমার কাছে সম্পদ জমেনি আর আমার আনুষঙ্গিক কোনো কিছুই সুন্দর হয়নি। এখন আমি ঠিক করেছি, আমার আনুষঙ্গিক সবকিছুই সুন্দর বানাব। ধরুন আমার বাড়ি সুন্দর বানাতে গেলে আমার জমির প্রয়োজন, সম্পদের প্রয়োজন। অতএব এখন থেকে আর দান-খয়রাত করব না; সহপাঠীর, সহযোগী, সহকর্মী, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কও রাখবো না। আমার কাছে যদি কেউ আসে, তো তার পিছনে অর্থ এবং সময় কোনটাই আর ব্যয় করব না; সততাও রক্ষা করব না। কারণ, সৎ পথে কোন কিছুই উপার্জন করা যায় না। মিথ্যা বলতে হবে, জুলুম করতে হবে, অন্যায় করতে হবে।
সুতরাং যেহেতু সে তার মনোরঞ্জনের আনুষঙ্গিক সবকিছুই সুন্দর করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং সে দান-খয়রাত , অন্যের পিছনে যা ব্যয় করত, তা ছাড়লো; দানশীলতা ছেড়ে সে কৃপণ হলো। সহকর্মীদের সাথে সর্ম্পকও ছেদ করলো। সবার কাছে সে প্রিয় ছিল, এখন সবার কাছে সে অপ্রিয় হলো। সৎ ছিল, এখন অসৎ পথে যা পাওয়ার না, তাই পাওয়া আরম্ভ করে অসৎ হয়ে গেল। পূর্বে নৈতিকভাবে , আইন অনুযায়ী সবকিছু করতো কিন্তু এখন আর নৈতিকভাবে তার সবকিছু চলে না, অনৈতিকভাবে প্রমোশন, আপগ্রেডেশন ইত্যাদি আনুষঙ্গিক যা যা প্রয়োজন তা মহাশক্তিধর চেয়ারের অধিকারী কারো কাছ থেকে যা কিছু দিয়েই হোক না কেন! আইনকে উপেক্ষা করে, নির্বাহী আদেশই হোক না কেন! তা তাকে নিতেই হবে। আর ধীরে ধীরে কয়েক বছর পরে সে ঠিকই বিরাট ক্ষমতার অধিকারী হয়ে গেল। বিরাট জি হুজুর জি হুজুর বাহিনী বানিয়ে ফেললো। তার পছন্দনীয় আলিশান ঐ মহলে সে এখন বসবাস করে। এখন তার সেই ‘আমার’ , যেভাবে সে চেয়েছিল, বড় সুন্দর হয়েছে; কিন্তু তার সেই ‘আমার’টা বানাতে গিয়ে নিজের অজান্তেই তার ‘আমি’টা একেবারে কুৎসিৎ হয়ে গিয়েছে। এক সময় সে সবার সাথে ভালো কথা বলতো, ভালোভাবে বলতো, বিনয়ের সাথে চলতো, দানশীল ছিল, এখন সে কৃপণ হয়ে গেল। এক সময় সে সৎ ছিল, এখন সে অসৎ হয়ে গিয়েছে। এক সময় সে পরোপকারী ছিল , এখন সে জালিম হয়েছে। অর্থাৎ, এখন তার ‘আমি’র বিনিময়ে ‘আমার’ সুন্দর করেছে।

অপরদিকে অন্য এক ব্যক্তি, তার নিকট সুন্দর একটি বসার জায়গা ছিলনা, অফিসিয়াল ডেকোরেশন ছিলনা , ভালো ডিগ্রি এই ধরুন পিএইচডি, পোস্টডক,পোস্ট গ্র্যাজুয়েশন ইত্যাদি ইত্যাদি, প্রশাসনিক ক্ষমতা, সুন্দর বাড়ি ছিলনা, সম্পদ ছিলনা, জমিজমা ছিলনা, আরো অনেককিছুই ছিলনা; কিন্তু সে দানশীল ছিল , উদার ছিল বিনয়ী ছিল , সহপাঠী সহকারি,সহকর্মীদের সাথে ভালো আচরণ করে ,আত্মীয়-স্বজনের সাথে সর্ম্পক করেছে, প্রকৃতপক্ষে যার যা প্রাপ্য অধিকার পাওয়ার কথা তাদের প্রতি সে দৃষ্টি দিচ্ছে। একটা পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিল যে, এভাবেই আমাকে এখন চলতে হবে।

কেননা আমি সৃষ্টিকর্তার সামনে এমনভাবে হাজির হতে চাই, মহান সৃষ্টিকর্তা যেন আমাকে দেখে সন্তুষ্ট হন। তাঁর নজরে আমি যেন সুন্দর হই। সুতরাং এমন একটি প্রতিজ্ঞাবদ্ধ কার্যক্রম আরম্ভ করলো যে, আমি সুন্দর হবো, সৃষ্টিকর্তা যেন আমাকে পছন্দ করেন। তো এখন সে তার অসৎ আচরণ ছেড়ে দিয়ে, নিজেকে বিনয়ের ভেতর সীমিত করলো। ফলে স্বাভাবিকভাবেই তার সম্মান সাময়িকভাবে সমাজের কাছে অনেক কমে গেল। কারণ, অসৎভাবে অপার্জিত সম্মান তো এখন আর নেই। অন্যের যে সমস্ত অধিকার, যা সে জুলুম করে নিয়েছিলো, সেগুলো সে খোঁজ করে করে তার পাওনাদারকে ফেরত দিয়ে দিলো। যার কাছে মাফ চাওয়ার ছিল, মাফ চাইলো, পাওনাগুলো আদায় করলো। সবার সাথে দেখা করল, দেখলো তার একজন কলিগ , একজন সহকর্মী, বড় অভাবের মধ্যে আছে। তার কাছে গেল তার অভাবকে বোঝার চেষ্টা করল এবং তা দূর করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই সে করল। এখানে ‘অভাব’ বলতে প্রাপ্য, নৈকিক ও আইনগতভাবে সে যাপাবে, কিন্তু তাকে তা দেওয়া হয়নি সেটাকেই বোঝানো হয়েছে। সে এখন সিদ্ধান্ত নিয়েছে যে সবার প্রাপ্য, যা কিছু ছিল সব আদায় করার পর যেটুকু তার কাছে রয়েছে, সেটুকুও সবার কল্যাণে দান করলো। প্রতিবেশীদের মধ্যে লক্ষ্য করলো, অনেক অভাবী আছে। সুতরাং সে নিজে যা খায়, প্রতিবেশীদেরকেও সেগুলো খাওয়ায়। দেখা গেলো, তার ‘আমার’ বলতে আর কিছুই এখন আর বাকি নেই। এক সময় যার বড় বাড়ি ছিল, এখন সে ছোট ঝুপড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। দামী দামী জামাকাপড় পড়তো, এখন সে একেবারে সস্তা আর সাদাসিদে জীবন অতিবাহিত করছে। তো তার ‘আমার’ বলতে যা ছিল, সব হারিয়ে ফেলেছে; কিন্তু তার ‘আমি’টা হয়ে গিয়েছে বড় সুন্দর। এখন আর কেউ তার বাড়ির দিকে তাকিয়ে বলে না যে, তার বাড়িটি বড় সুন্দর। অথচ এক সময় তার বড় সুন্দর বাড়ি ছিল। পথিক তার বাড়ির দিকে তাকিয়ে বলত, মাশাআল্লাহ, এ বাড়িটি তো অনেক সুন্দর! কিন্তু এখন তার বাড়ি আর সুন্দর না; কিন্তু গোটা প্রতিষ্ঠান অথবা অঞ্চলের লোকেরা তাকেই বেশি ভালোবাসে আর বলে যে, এই ব্যক্তিটি বড় সুন্দর। আগে ছিল তার বাড়ি সুন্দর, এখন তার বাড়ি আর সুন্দর নয় বরং সে নিজে সুন্দর। উল্লেখ যে বিশেষ বিশেষ জায়গায় ‘বাড়ি’ শব্দটিকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে ‘বাড়ি’ শব্দটি বিভিন্ন কিছু হইতে পারে এই ধরুন পোস্ট, পজিশন ইত্যাদি ইত্যাদি।

এইতো আর কয়দিন বাদেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন। আসুন সবাই মিলে ঐসব সুন্দর মানুষদেরকে কাজ করার সুযোগ করে দেই যারা ‘আমার’ সব ঠিক করার জন্য নয় বরং ‘আমি’টাকে সুন্দর বানাবে। আর যার ‘আমি’টা সুন্দর হয়ে যায় সে সকলের জন্যই সুন্দর কাজ করবে সেটাই প্রত্যাশা। প্রত্যাশা করছি আগামী নির্বাচনে যাদের ‘আমি’টা সুন্দর হবে তারাই যেন জয় যুক্ত হয়।

 

লেখক-

আবুল বাশার রিপন খালিফা সহযোগী অধ্যাপক ফার্মেসি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..