আমার নীল আকাশ
তোমার সেই,
অঝোর মায়া ভরা দৃষ্টিতে
তাকালে আমি দেখি
আমার নীল আকাশ।
তোমাকে দেখেছি
অনন্তকালের পথে
দাঁড়িয়ে আছো ঠিক
নীল সওদাগের মতো।
তোমার সেই,
আবেগ ভরা মধু- মিষ্টি কথা
আমার কাছে দলীয়
নীল আকাশের
সাদা মেঘের ভেলা।
তোমাকে দেখেছি
আমার দুই নয়নে
ভালোবাসা নামক বাতিকে
তোমার শিখায় আলোকিত করতে।
তোমার সেই,
রাগান্বিত কন্ঠ শুনলে
আমার মনে পড়ে
বজ্রপাতহীন কালো, মেঘের ছায়া।
তোমাকে দেখেছি
আমার সবুজপত্র
ডায়েরির পাতায় পাতায়
তোমার সেই হাসিখানা
আমার অমরত্ন।
তোমাকে দেখেছি
প্রেম নামক শব্দকে
বাদ দিয়ে ভালোবাসার
সেই শীতল অনুভূতিকে
আকঁড়ে প্রবাহমান ঝড়কে,স্থির করতে।
তোমার সেই,
নীলের সৌন্দর্য দেখলে
ঠিক তৎক্ষণাৎ মনের আকুতি
বেড়ে ওঠার প্রবনতা
মনে করিয়ে দেয়
এ তো,আমার নীল আকাশ।
লেখকঃ তানজিলা আক্তার লিজা,
ফার্মেসি বিভাগ,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)
Leave a Reply