আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেল।
আজ সোমবার (১৫ জুন) সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের অর্থায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘূর্ণিঝড় আম্পান কবলিত ক্ষতিগ্রস্ত কাশিমাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলার বিদেশে অবস্থানরত প্রবাসীদের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেল পরিচালিত হয়। সাতক্ষীরার মানুষের জন্য নিবেদিত এ সংগঠনটি ফ্রেন্ডস ডট কম নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে উক্ত মেডিকেল টিম গঠন করে উপকূলীয় অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন সময় নিজ দেশের অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রবাসে কষ্টে থাকা এ মানুষেরা। তাদের প্রাপ্তি শুধু দেশ ও মানব কল্যাণ।
Leave a Reply