আম্ফানে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবি এর এসিসিই বিভাগ।
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ঘূূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।গত কিছুদিন আগে ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশের ওপর আঘাত হানে।যার কারনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয় এবং অসংখ্য পরিবার ব্যাপক ভাবে ক্ষতির সম্মুখীন হন।
বিভাগের সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বাংলাদেশ সারাবেলা’কে বলেন “আমাদের কিছু শিক্ষার্থী যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে। ঘূ্র্ণিঝড় আম্ফানের কারনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের যে পরিবার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমাদের বিভাগের শিক্ষার্থীদের পরিবার গুলো_ও অন্যতম।যার কারনে তাদের এই সংকটময় অবস্থায় তাদেরকে সাহায্য করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের কারনে অসচ্ছল শিক্ষার্থীদের দেয়া আর্থিক সহায়তা কর্মসূচি_ও অব্যাহত আছে বলে তিনি জানান এবং তিনি দেশের এই সংকটময় মুহূর্তে সমাজের বিত্তবান মানুষসহ সকলকে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের পাশে দাড়ানোর আহ্বান জানান।
Leave a Reply