আম নিয়ে বিপাকে পরেছে রাজশাহীর আম ব্যবসায়ীরা। আমের শহর রাজশাহী।আম নিয়ে পরেছে বিপাকে সেই রাজশাহীর ব্যবসায়ীরাই।
এই বার রাজশাহী জেলার আমের জন্য বিখ্যাত আমের থানা খ্যাত বাঘা – চারঘাটে আমের উপচে পরা ফলন। কিন্তু হতাশাতে ভুগছে আম চাষীরা।বৈশাখ মাস শেষ। এখন চলছে জৈষ্ঠ্য মাস। গাছে-গাছে আম পাকতে শুরু করেছে। আর হয়তো সপ্তাহ খানেক পরেই বাজারে মিলবে সব ধরনের দেশি পাকা আম। কিন্তু এখন পর্যন্ত আম চাষীরা হতাশার মুখে দাড়িয়ে আছে।কারন আম কেনার মতো কোন পায়কারি- খুচরা কোনো আম ব্যবসায়ীরাই মাঠে আম কিনতে নামতে পারে নি। এর ফলে আম চাষীরা ভয় ও হতাশার সাথে দিন কাটাচ্ছে।
দেশের এই করোনা পরিস্থিতিতে আম খাওয়ার মতো লোক পাওয়া যাবে, নাকি গাছের আম গাছেই থাকবে, এই নিয়ে দুুশ্চিন্তায় সকলে।
তাই আম চাষীরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন যেন তিনি আম ব্যবসায়ী ও এই দিকটার প্রতি বিশেষ নজর দেন এবং সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হোন আম চাষীরা,সে ব্যবস্থা যেন করেন। আম নিয়ে যেনো আবার অসাধু ব্যাবসায়ীরা কোনো সিন্ডিকেট না করতে পারে, সে বিষয়ে লক্ষ্য রাখার জন্যও আকুল ভাবে অনুরোধ করেছেন রাজশাহী জেলার বাঘা-চারঘাট থানার প্রান্তিক পর্যায়ের আম চাষীরা।
Leave a Reply