দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ এইচএসসি ২০২০-ব্যাচের “ঈদ পুনর্মিলনী”। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন গত মঙ্গলবার আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে এইচএসসি ২০২০ ব্যাচের এ ঈদ পূর্ণমিলনীর আয়োজন করা হয়। উল্লেখ্য, কলেজ জীবন শেষ হওয়ার দুই বছরের মাঝামাঝি সময়ে ১ম বার এই এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন সকালে কলেজ প্রাঙ্গণে ২০২০ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় দুই বছর পর ব্যাচের বন্ধুরা একে অপরের সাক্ষাৎ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরস্পরকে বুকে টেনে আলিঙ্গন করে একে অন্যের খোঁজ খবর নেন। এরপর আনন্দ উচ্ছ্বাসে পূর্ণমিলনী অনুষ্ঠানে মেতে উঠেন বন্ধুরা। কলেজ জীবনের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাচের বন্ধু মোঃ কামাল উদ্দিন ও মোঃ ইসমাইলের পরিচালনায় ও মোঃ মোর্শেদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন, জয়নাল, দিদার, তৌসিফ, ইফতেখার মোহাম্মদ ইফতি, সায়েম, সাবরিনা সুলতানা, নাজমুল, রায়হান, আসমা সিদ্দিকা সুমি, শাহ ইমন আকাশ, মিজানুর রহমান, মোঃ কুতুব উদ্দিন, মোঃ আমান, মোঃ মামুনুর রশিদ, মরিয়ম আক্তার, এলিজা, ইমতিয়াজ উদ্দিন নবীন, মোর্শেদুল আলম(২) প্রমুখ। এসময় বন্ধুরা তাদের বক্তব্যে ঈদ পুর্ণমিলনীর আয়োজন যাতে প্রতি বছর করা যায় সে বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। অনেকে তাদের কলেজ জীবনের স্মৃতিচারণও করেন। পরে ব্যাচের বন্ধুদের নিয়ে কেক কেটে ও সকল বন্ধুদের নিয়ে লোহাগাড়ার অভিজাত রেস্তোরাঁ ইনসাফে গিয়ে দুপুরের খাবারের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply