বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত জয়িতা অন্বেষণের সফল জননী ক্যাটাগরিতে ভেড়ামারা উপজেলা থেকে সফল জননী নিবার্চিত হন।কোদালিয়াপাড়া গ্রাম নিবাসী আলেয়া বেগম স্বামী মোঃসিরাজুল ইসলাম। তিনি সামাজিক প্রতিবন্ধকতা, ভৌগোলিক দূরত্ব ও আর্থীক সীমাবদ্ধতাকে অতিক্রম করে তার পাঁচটি সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। যারা এই সমাজে সুপ্রতিষ্ঠিত। তার বড় কন্যা শিরিনা আখতার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় ভেড়ামারা এর প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছে। তার বড় ছেলে শামসুল হক আঁখি (এম.এ)স্বপরিবারে ইতালি প্রবাসী। মেজ ছেলে ডাঃরফিকুল ইসলাম নয়ন নওগাঁ সরকারি মেডিকেল কলেজে কর্মরত,ছোট ছেলে শামিউল ইসলাম পল্লব বি.এস.সি ইন্জিনিয়ার নওয়াপাড়া,যশোর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত।সতার দুই বাৌমাও ডাক্তার (বিসিএস ক্যাডার)। ৯ ডিসেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ও বেগম রোকেয়া দিবস ২০২১ এর জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান মিঠু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দীনেশ সরকারের হাত হতে সম্মাননা পুরুষ্কার গ্রহন করেন।
Leave a Reply