ইয়াস বাংলাদেশ (IAAS Bangladesh) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত DNA Fest ২০২১ অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্লাটফর্মে দুইদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের আজ (রবিবার) দ্বিতীয় দিনে ছিল ডিএনএ বিষয়ক আলোচনাসভা এবং পুরষ্কার বিতরণী। অনুষ্ঠানের প্রথম দিনে ডিএনএ বিষয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন বক্তারা।
১ম দিনে ইয়াস বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর সাব্বির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অনুষদের ডীন ড.মোঃ আবদুস সামাদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড.মোঃ মিন্নাতুল করিম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃআবু হেনা মোস্তফা জামাল, সহযোগী অধ্যাপক ড.শুধাংশু কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াস বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর সালেহা খাতুন রিপতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবায়েত বিন আনোয়ার রাতুল এবং আলিশা রহমান।
অনুষ্ঠানের ২য় দিনে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ রায়হান আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃহারুন-উর রশিদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃরেজওয়ানুল ইসলাম। এসময়ে বক্তারা বাংলাদেশের বায়োলজিক্যাল সাইন্সের অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে ইয়াস বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ডিএনএ সম্পর্কিত প্রবন্ধ প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা এবং মিম প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তিনটি প্রতিযোগিতায় প্রায় ১০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ইয়াস বাংলাদেশ বাংলাদেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এটি কৃষি সম্পর্কিত একটি আন্তর্জাতিক সংগঠন যা বিশ্বের ৫৭ টি দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Leave a Reply