করোনা মহামারীর ফলে বিগত দুই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়নি বাঙালির উৎসব পহেলা বৈশাখ। এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে নানা কর্মসূচী গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
শনিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সোয়া ৯ টায় প্রশাসন ভবন চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হবে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবেন।
এর আগে, সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ।
Leave a Reply