বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম. রবিউল ইসলাম পলাশ ও সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হলো।
এবিষয়ে রবিউল ইসলাম পলাশ বলেন, ‘আমাকে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে নতুন নেতৃবৃন্দের জন্য শুভকামনা রইলো।’
Leave a Reply