ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বর্তমান প্রক্টরের দায়িত্বে আছেন।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৫ টায় বঙ্গবন্ধু পরিষদের নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতভাবে তাকে সভাপতি মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেনকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
Leave a Reply