ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন – ২০২১ স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে শিক্ষক সমিতির গঠিত নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২’রা ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবাহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতিতে শিক্ষক সমিতির নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সমিতির গঠনতন্ত্রের ধারা ৭ এর ‘ক’ উপধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply