ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উলফাত আরা তিন্নি (২৬) উপজেলার যোগীপাড়া এলাকার সাবেক সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা মৃত ইউসূফ আলীর মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক শিক্ষার্থী।২০১২-২০১৩ সেশনের এই শিক্ষার্থী মাস্টার্স শেষ করে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।
তিন্নির পরিবারের দাবি তিন্নির বোন মিন্নির সাবেক স্বামী জামিরুল তিন্নিকে ধর্ষণ করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্বহত্যার নাটক সাজিয়েছেন। তিন্নির চাচা হেলাল বলেন “জামিরুল রাতে একবার বাড়িতে হামলা করে।এরপর ফিরে যায়। পরে আবার এসে দোতলায় থাকা তিন্নিকে ধর্ষণ করে। এরপর পরিবারের সদস্যরা পরে বুঝতে পেরে তিন্নির রুমে গিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে তিন্নিকে ঝোলানো। কিন্তু তার পা বিছানার উপরেই আছে।এতেই বোঝা যায় পরিকল্পিত ভাবে এটি করা হয়েছে। ”
তবে প্রাথমিকভাবে আত্বহত্যা মনে হচ্ছে জানিয়ে স্থানীয়দের বরাত দিয়ে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তিন্নি তার মা ও বোন মিন্নির সাথে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বোনের সাবেক স্বামী জমিরুল তিন-চারজনকে সাথে নিয়ে সেখানে যান এবং তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জমিরুল ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করেন এবং তিন্নির শোবার ঘরে গিয়ে তার শ্লীলতাহানি করেন। জমিরুলের হয়রানির পরে তিন্নি সিলিংয়ের সাথে ঝুলে আত্মহত্যা করেন।’
Leave a Reply