খাগড়াছড়ির ভাইবোনছড়ায় বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় নাঈম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আল আমিন (১৫) নামের আরো ১জন।
শুক্রবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. নাছিরের সন্তান।
আর আহত আল আমিন ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক। সে মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রামের সোহেব আলীর ছেলে। আহত অবস্থায় সে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নাঈম ঈদ আনন্দ উপভোগে বন্ধুদের সাথে অটোরিক্সাযোগে স্থানীয় পর্যটন স্পট মায়াবিনী লেকে যাচ্ছিল। দ্রুতগতির একটি বেপরোয়া মোটর সাইকেল অটোরিক্সাটিকে পিছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, পরিবারের অভিযোগ না থাকায় নাঈমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply