শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: রিফাত-উর-রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ ৯ এপ্রিল (মঙ্গলবার) পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।
বিবৃতিতে সৌহার্দ, সম্প্রীতি এবং কল্যাণময়ের বার্তা দেয়া হয়েছে। মুসলিমদের দুটি বড় উৎসবের একটি হলো ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে আরবী শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হয় এই ধর্মীয় উৎসব। বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উৎসবে মেতে ওঠার আহবান জানিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
Leave a Reply