ঈশ্বরদীতে উপজেলা পরিষদের সহকারী কমিশনার -ভূমি (এসিল্যান্ড) মমতাজ মহলের গাড়িচালক রিয়াজ ইয়াবা সহ গ্রেফতার হয়েছেন।এদিকে এক দিনের মাথাতেই জামিন হয়েছে রিয়াজের।
গত পরশুদিন (১০ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭ টায় ঈশ্বরদী শহরের রেলগেট থেকে ৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান থানা পুলিশ তাকে গ্রেফতারের পরেই চালান করা হয়েছে।
এদিকে গ্রেফতারের মাত্র একদিন পার হওয়ার পরেই আজ বুধবার (১২ আগস্ট) জামিন পায় রিয়াজ।
মাত্র ১ দিন পার হওয়ার সাথে সাথেই জামিন পেয়েছেন ইয়াবাসহ গ্রেফতার হওয়া এসিল্যান্ডের গাড়ি চালক রিয়াজ।মাদকের বিরুদ্ধে সরকারের এক প্রকার যুদ্ধাবস্থায় মাত্র একদিনের মাথাতেই জামিন পাওয়ায় সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে জামিন পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মমতাজ মহল বাংলাদেশ সারাবেলা কে জানান রিয়াজ তার নিয়মিত গাড়ি চালক নন। গ্রেফতার হওয়ার সময় তিনি ছুটিতে ছিলেন এবং আজকে তার জামিন হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply