পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ায় রূপপুর পারমাণবিক প্রকল্পের নিকিমথ কোম্পানির এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে।ঐ শ্রমিক জয়নগরের নুরজামাত প্রামাণিকের ছেলে বিপুল হোসেন (৩৫)। জানা গেছে তিনি রূপপুর পারমাণবিক কোম্পানির নিকিমথ এ চাকরি করতেন । আজ থেকে পাঁচ ছয় দিন আগে কোম্পানিতে করোনা পজেটিভ ধরা পরলে তাকে ছুটি দেওয়া হয় । কিন্তু বাড়িতে এসে কাউকে না জানিয়ে চুপচাপ থাকায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার ১৫/৪/২১ রাতে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে রাজশাহী মেডিকেলে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । সেখান থেকে করোনার পজিটিভ ডেট সার্টিফিকেট নিয়ে লাশটি জয়নগরে নিয়ে আসা হয় । এলাকাবাসী জানান বিপুল হোসেনের দাফন হওয়ার কথা বাদ জুম্মা। কিন্তু পরিবারের পক্ষ থেকে করোনার কথা গোপন করে কাউকে না জানিয়ে সকাল১১টায় লাশটি দাফন করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক চেয়ারম্যান ইস্রাইল হোসেন মন্ডল। তিনি করোনায় মৃত্যুর কারনে দ্রুত স্বাস্থ্যবিধি মেনে লাশটি দাফন করার নির্দেশ দেন । অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের পাবনা জেলার যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মতিন হান্নান করোনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । করোনায় মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে। কেউ কেউ বলছে ওই পরিবারের লোকজন এখন পর্যন্ত অবাধে চলাফেরা করছে। এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, করোনায় মৃত্যু বরণ করেছেন বিষয়টি আমরা জানি না । এইমাত্র রাত ৯টায় জানতে পারলাম । ওই পরিবার থেকে কেউ বের হলে , বা অবাধে চলাফেরা করলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।
Leave a Reply