পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌর শহরের পিয়ারপুরে একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে রান্নাঘর পুড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এসময় ঘটনাস্থলে পুলিশ ও পিডিবির কর্মচারীগণ উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শী মো: শরিফুল ইসলাম হৃদয় জানান পিয়ারপুরের মোঃ জলিলের বাড়ির রান্না ঘরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রান্না ঘর পুড়ে যায়। আনুমানিক দেড়টার দিকে আগুন লাগে।এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ ও পিডিবির লোকজন আসে।আনুমানিক ২ টার দিকে আগুন নেভানো হয়।
আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা না গেলেও রান্না ঘরে থাকা বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্রসহ আশেপাশের অনেক কিছুই আগুনে পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
Leave a Reply