পাবনার ঈশ্বরদীতে হাবিব মৎস্য খামারের স্বতাধিকারী,উপজেলার মুলাডুলী ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আলহাজ্ব আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান হাবিব ওরফে মৎস হাবিবকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
আজ রবিবার মৎস হাবিবকে তার নিজ বাড়ি থেকে আটক পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, হাবিব একটি চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় তাকে গ্রেফতার করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাবিব পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর গ্রামের মুনছের আলীর পুত্র রফিকুল ইসলামের পাওনা টাকা বাবদ নিজ নামের মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ৪০ লাখ টাকার একটি চেক, যার নং MTB/CD-3832438, হিসাব নং৫০৮০২১১০০০০৯১ দেয় রফিকুলকে । রফিকুল ওই দিন একই ব্যাংকে তার একাউন্ট নং সঞ্চিত করতে দিলে ব্যাংক অফিসার জানান যে, হাবিবের একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ভাঙ্গানো সম্ভব নই। বাদি রফিকুল জানান,পরবরতীতে হাবিবের সাথে অনেকবার যোগাযোগ করা হলেও কোন কাজ না হওয়ায় গত ০২/০৯/২০১৯ তারিখে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তাতেও কোন কাজ না হওয়ায় গত ১৯/০৯/২০১৯ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও তা গ্রাহ্য করেনি হাবিব । ফলে পাবনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেটে মামলা করি।
এ বিষয়ে মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply