পাবনার ঈশ্বরদীতে ‘ঈশ্বরদী সরকারি কলেজ ‘ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজী ও মারধরের মামলা করা হয়েছে।
ঈশ্বরদী ইপিজিড এর নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানির এডমিন মমিনুল ইসলাম গতকাল বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলা করেন।মামলায় ঈশ্বরদী সরকারি কলেজের সাধারণ সম্পাদক সাব্বির হাসানকে ৩ নং আসামি করা হয়।মামলার ১নং আসামী করা হয়েছে সজীব হোসেন ও ২ নং আসামী করা হয়েছে নাঈম হোসেনকে।
এদিকে আজ মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন।
এদিকে মামলার ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করেছেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মামলার অন্যতম আসামির সাব্বির হাসান।এ ঘটনায় তিনি বলেন “অনেক আগে একটা বিষয়ে নাকানো এডমিন মমিনের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে।পরে তা ঠিকও হয়ে গেছে। এতদিন পরে এই ঘটনায় মামলা করায় বলে দেয় এটা একটা ষড়যন্ত্র বৈকি কিছুই নই।আমার বিরুদ্ধে এধরনের মামলায় আমার মানহানি তথা ছাত্রলীগের মানহানি হয়েছে। ”
এদিকে এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বলেন “এধরনের অভিযোগ অত্যন্ত কষ্টদায়ক। জড়িত প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। “
Leave a Reply