পাবনার ঈশ্বরদীতে টেন্ডার জমা নিয়ে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।দুই পক্ষই আওয়ামীলীগের অংগসংগঠন যুবলীগের রাজনীতিতে জড়িত। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।গুরুতর আহত ২ জনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত দু’জন হলেন- মুশফিক (১৮) ও রবিউল (২৯)।
জানা যায়, ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের হর্টিকালচারে একটি বাগানের টেন্ডার জমা দেওয়ার দিন ছিলো আজ রবিবার।
এ সময় টেন্ডারের সিডিউল জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মাঝে তর্ক বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে তা ভয়াবহ সংঘর্ষে রুপ নেয়।
ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে যে কোন সময় আবারো এ ঘটনার জের হিসেবে সংঘর্ষ হতে পারে বলে অনেকেই আশংকা প্রকাশ করেছেন।
এদিকে এ ঘটনায় দরপত্র জমা দিতে গেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সমর্থকরা বাধা ও হামলা করেছে দাবি করেন দরপত্র জমা দিতে যাওয়া মাজেদুল।
তবে এ বিষয়ে উপজেলা যুবলীগ সভাপতি, সাবেক সাংসদ ও ভূমিমন্ত্রী প্রয়াত ডিলু পুত্র শিরহান শরীফ তমালের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন।
Leave a Reply