ঈশ্বরদীতে নতুন করে তিন জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত,পাবনা জেলায় সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আজ!গত ২৪ ঘন্টায় পাবনা জেলার ঈশ্বরদীতে নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। একই সাথে পাবনা জেলায় গত ২৪ ঘন্টায় র্সবোচ্চ ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।এই অব্দি গত দুদিন আগে রেকর্ড ১৩ জন করোনা রোগী শনাক্ত হয় পাবনা জেলায়।আজ সে রেকর্ড ভেঙে পুরো জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৯ জনে! এর মধ্যে সদর উপজলোয় ৯ জন ও সুজানগর উপজলোর ৫ জন, ঈশ্বরদী উপজেলায় ৩ জন ও আটঘরিয়া উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
আজ শুক্রবার করোনা আক্রান্ত শনাক্তদের মধ্যে দুজন ব্যাক্তি ইতিমধ্যে মারা গিয়েছে।
মৃত দুজনের একজনের বাড়ি পাবনা জেলার সুজানগরে ও জেলার আটঘরিয়া উপজেলায় একজন।
আজ শুক্রবার (৫ জুন) পাবনার সিভিল র্সাজন মেহেদী ইকবাল ‘বাংলাদেশ সারাবেলা ‘কে এই তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply