ঈশ্বরদীতে নতুন করে ৮৭ জন করোনায় আক্রান্ত! বড় ধরনের করোনা ঝুঁকিতে ঈশ্বরদী!
ঈশ্বরদীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন।যা এতদিনের আক্রান্তের সকল সংখ্যার কয়েক গুণ। গত দুইদিনে বিভিন্ন ল্যাব থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ৮৭ জনে দাঁড়িয়েছে।
এরমধ্যে গতকাল (৪জুলাই) ৫৯ জনের করোনা আক্রান্তের রিপোর্ট আসে এবং আজ (৫ জুলাই) ২৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ঈশ্বরদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গিয়েছে রুপপুর আণবিক কেন্দ্রের একটি প্রতিষ্ঠানে কর্মরত ৫৭ জনের করোনা পজিটিভ এসেছে।
বগুড়ার টিএমএসএস থেকে ৪ জন,ঢাকা ল্যাব থেকে ২৬ জন ও আণবিকের ৫৭ জন মোট ৮৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে গতকালের এক রিপোর্টে ৫৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ঢাকা ল্যাব থেকে ২৬ জন ও রাজশাহী ল্যাব থেকে ৩৩ জনের করোনা পজিটিভ আসে।
দু’দিনেই রেকর্ড ৮৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় ঈশ্বরদীতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১২২ জনে!
Leave a Reply