পাবনার ঈশ্বরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৬ জন।
ঈশ্বরদীর ছলিমপুরে ভাড়ইমারী রিয়াজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার বিকালে মুন্না স্মৃতি টুর্নামেন্ট চলাকালীন এই সংঘর্ষ বাধে।
জানা যায় মুন্না স্মৃতি টুর্নামেন্টে আজ বিকালে রেডসান স্পোটিং ক্লাব আর টলটলি বাশেরবাধা একাদশের মধ্যে ফুটবল খেলা চলছিলো।খেলায় ড্র হলে দুই পক্ষের মধ্যে ট্রাইবেকার হয়।এসময় ১-০ গোলে এগিয়ে যায় রেডসান স্পোর্টিং ক্লাব।তবে যে গোলটি রেডসান ক্লাবের গোলকিপার ঠেকিয়ে দিলেই বাঁধে বিপত্তি।রেফারি গোলকিপার নিয়মবহির্ভূতভাবে এগিয়ে এসে গোল ঠেকিয়ে দিয়েছে বলে মতামত দিলে তা প্রত্যাখ্যান করে রেডসান স্পোর্টিং ক্লাব। পরবর্তীতে টলটলি বাশেরবাদা একাদশ, তাদের সমর্থকেরা রেডসান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ করে রেডসান স্পোর্টিং ক্লাব।
এদিকে সংঘর্ষের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা ও টুর্নামেন্ট পরিচালনাকারীদের দায়ী করে রেডসান স্পোর্টিং ক্লাবের অনিক চৌধুরী বাংলাদেশ সারাবেলাকে বলেন “ট্রাইবেকারের ঐ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা বাশেরবাদা টিমের পক্ষ নেয়।পরে খেলার কমিটির সদস্যরা আমাদের খেলোয়াড় ও দর্শকদের উপর হামলা চালালে ৫/৬ জন আহত হয়।”
জানা যায় সংঘর্ষের ঘটনায় বিশাল,কুরবান, সজল, বিপ্লব,তুষার ও ইকবাল আহত হয়।পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই ঘটনায় ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও তার সংশ্লিষ্টতার বিষয় অস্বীকার করেন স্থানীয় নেতাকর্মীরা।
এই অবস্থায় উভয় পক্ষে থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply