পাবনা জেলার ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর মুর্যাল কাজের উদ্বোধন করা হয়েছে। আজ, সোমবার (২৮ জুলাই) এই কাজের উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শিহাব রায়হান , ঈশ্বরদী উপজেলা প্রকল্প ইঞ্জিনিয়ার এনামূল কবির, মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী উপজেলার মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম মিন্টু, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক মুরাদ আলী মালিথা, যুবলীগ নেতা ও ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক দোলন বিশ্বাস প্রমুখ।
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস বলেন “বঙ্গবন্ধু হলো এদেশের জাতির পিতা।বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তার একটা মুর্যাল তৈরী ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। আমি চেয়ারম্যান হিসেবে বরাবরই জনগণের দাবি মেনেই, জনগণের ইচ্ছে পূরণ করেছি। তারই ধারাবাহিকতার বঙ্গবন্ধুর ম্যুরাল কাজের উদ্বোধন। আমার আশা থাকবে অতিদ্রুত বঙ্গবন্ধুর ম্যুরাল ঈশ্বরদীবাসীকে উপহার দিতে পারবো।”
Leave a Reply