পাবনা জেলার ঈশ্বরদীতে ঈদকে সামনে রেখে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিলেন মিজানুর রহমান স্বপন। ঈদকে সামনে রেখে ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপনের ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার(২০ মে) রাত ৮ টার সময় ঈশ্বরদী পৌর শহরের কলেজ রোড,অরনখোলা,ভাটাপাড়া,মশুড়িয়া পাড়া সহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও নিম্ন আয়ের অসহায় ১৫০ জন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।এ ছাড়াও কর্মহীন মানুষদের নগদ অর্থ দিয়ে সাহায্য করেন।
মিজানুর রহমান স্বপন বলেন “করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হচ্ছে।আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাসে ছিলাম,থাকবো এবং সহযোগিতা করে যাবো।”
এদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঈশ্বরদীর সাধারণ মানুষ।
Leave a Reply