পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই ইউনিয়নের দুই নেতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তারা হলেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সরদার (৫৮) এবং মূলাডুলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম।
দলীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সরদার (৫৮) বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় নিজ বাড়িতে অসুস্থ্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রিয়াজ সরদারের নিজ নামের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তার ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দিয়াড় সাহাপুর গ্রামের মৃত আব্দুল হক সরদারের ছেলে।
গত রবিবার (১৫ নভেম্বর) রিয়াজ সরদার তার আইডিতে জানিয়েছিলেন, শরীরটা ঠান্ডা জনিত কারণে এতটা খারাপ কোন দিনই অনুভব করিনি।সকলের কাছে সুস্থ্যতার জন্য দোয়া কামনা করছি। এর দুদিনের পরেই তিনি মারা গেলেন।
রিয়াজ উদ্দিন সরদার ওই এলাকার আত্ব তাওহীদ ওয়াস সুন্নাহ মসজিদের সভাপতি ও একজন আদর্শ লিচু চাষি ছিলেন। এছাড়া তিনি পরোপকারী মানুষ হিসেবে সমাদৃত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাদ আছর চরসাহাপুর কেন্দ্রীয় গোরস্থানে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
অপরদিকে মঙ্গলবার রাতে মূলাডুলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিঊন
দুই নেতার মৃত্যুতে ঈশ্বরদী উপজেলা বিএনপির (একাংশ) আহবায়ক আহসান হাবিব সহ অনেকেই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply