পাবনা জেলার ঈশ্বরদীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। আজ (২৭ জুলাই) এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা গালিবুর রহমান শরীফ।
মুজিব বর্ষ উপলক্ষে ঈশ্বরদীতে অবস্থানরত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।এই কর্মসূচী এক মাস ধরে চলবে বলে জানা যায়।এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদ্য প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সন্তান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সদস্য গালিবুর রহমান শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহম্মেদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি কাওসার আহমেদ জীবন, রাজশাহী বিশ্ববিল্যালয় পাবনা জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি আমানুল ইসলাম,রাজশাহী মেজিকেল কলেজ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক অর্ণব হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যাল ছাত্রলীগের সহ-সভাপতি শাহনূর ইসলাম , পাবনা বিজ্ঞাব ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মমিন ইসলাম ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দূর্জয় কর্মকার প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহম্মেদ বলেন “আমাদের নেতা গালিবুর রহমান শরীফ এর নির্দেশে ঈশ্বরদীতে অবস্থানরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনাকালীন এই অবসর সময়ে ঈশ্বরদীর জন্য ভালো কিছু করার চেষ্টা করছি।বৃক্ষরোপণ কর্মসূচী তারই প্রয়াস।”
Leave a Reply