ঈশ্বরদী পৌর মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু বাংলাদেশ সারাবেলাকে দেয়া এক ভিডিও ঈদ শুভেচ্ছা বার্তার মাধ্যমে ঈশ্বরদী-আটঘরিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে ঈশ্বরদীসহ দেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি সবাইকে সচেতনতার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরামর্শ দেন।
বাংলাদেশ সারাবেলা কে দেয়া ভিডিও বার্তায় মেয়র মিন্টু বলেন-“প্রিয় ঈশ্বরদী বাসি, আসসালামু আলাইকুম ওয়ারাহ-মাতুল্লাহ। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
সবাই মিলে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা আমাদের নিজেদের কে নিরাপদ রাখবো, নিজেদের সন্তানাদি কে নিরাপদ রাখবো। নিজেদের পরিবার পরিজন কে নিরাপদ রাখবো।
সারা পৃথিবীর মানুষ এক অজানা-অদৃশ্য-অভিন্ন শত্রু করোনা ভাইরাসের কারণে বিপদাপন্ন। এমনই একটা সময়ে আমাদের পবিত্র রমজান মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের ঈদ সমাগত। আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় ঈশ্বরদী বাসি কে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। ”
মেয়র মিন্টু ভিডিও বার্তায় আরো বলেন
“সেই সাথে সাথে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, আমার প্রিয় ঈশ্বরদীর মানুষ এই সংকটকালীন সময় মোকাবেলা করে যাতে আমরা উৎরে, আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারি, মহান রাব্বুল আলামিনের কাছে সেই সহায়তা আমরা পার্থনা করছি।
সেই সাথে সাথে সামাজিক দায়িত্ব হিসেবে আমরা যাতে করে আমরা নিজ নিজ সবাই নিজেকে সর্তক রাখতে পারি এবং আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের জীবন কে নিরাপদ রেখে, নিজের সন্তানাদির জীবন কে নিরাপত্তা দিয়ে, নিজের পরিবার পরিজনদের জীবন কে নিরাপত্তা দিয়ে। প্রতিবেশীদের জীবন কে নিরাপত্তা দিয়ে প্রিয় ঈশ্বরদী বাসিকে আমরা নিরাপদ রাখবো।
সরকারি নির্দেশনা মেনে এবং স্বাস্থ্যবিধী মেনে সবাই আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে চলব।
এই প্রত্যাশা এবং আহ্বান আমার প্রিয় পৌর বাসির কাছে আমি রাখছি।
সবাই ভালো থাকবেন।”
Leave a Reply