ঈশ্বরদীতে আজ এক প্রভাবশালী শ্রমিকলীগ নেতা রেলের তেল চুরির সময় আটক হয়েছেন ।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চারিদিকের সব কিছু বন্ধ।সরকারি নির্দেশনায় ট্রেন চলাচল বন্ধ।ফলে সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে ট্রেন চলাচল বন্ধ হলেও থেমে থাকেনি রেলওয়ের তেল চুরির।
আজ ১৬ ই মে শনিবার প্রায় ৬৪৪ লিটার (৪ ড্রাম)তেল গোপনে বিক্রি করার সময় রেলওয়ে শ্রমিকলীগের এক নেতা আটক হয়েছেন।জানা যায় এই নেতা রেলওয়ের ওয়েম্যান খালাসী ও রেলশ্রমিকলীগ এর ঈশ্বরদী শাখার সাংগঠনিক সম্পাদক। তার নাম রোকন উদ্দিন (৩২)।আজ শনিবার বিকেলে ঈশ্বরদী শহরের ফকিরের বটতলার ১ টি দোকানে তেল বিক্রি করার সময় রোকনকে আটক করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর(আরএনবি)’র গোয়েন্দা শাখার কর্মকর্তারা।আরএনবি এর এএসআই সিদ্দিকুর রহমান বাংলাদেশ সারাবেলা’কে দেয়া সাক্ষাৎকারে জানান ডিইএন-২ অফিসের গ্যাংকার চালানোর জন্য ঈশ্বরদী লোকোসেড থেকে ডিজেল আনা হয়।কিন্তু সেই তেল অফিসে না নিয়ে পাশের এক দোকানে বিক্রির সময় রোকনকে হাতেনাতে আটক করা হয়।সে সময় এই রেলওয়ে শ্রমিকলীগ নেতা ক্ষমতা দেখিয়ে তাকে হুমকি দেয়।এক পর্যায়ে দোকানের ভেতরে তাদের দুজন এর মধ্যে হাতাহাতিনো ধস্তাধস্তি হয়।এ এস আই সিদ্দিকুর রহমান কে গলাটিপে শ্বাস রোধ করার চেস্টা করেন রোকন উদ্দিন ।খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে রোকন কে আটক করে। এ সময় তার কাছে ৬৪৪ লিটার তেল পাওয়া যায়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ এস আই সিদ্দিকুর রহমান।রেলওয়ে একাধিক সূত্র জানায়,এই চক্রটি দীর্ঘদিন ধরে তেল চুরির সাথে জড়িত।ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন।তদন্তপূর্বক সকল দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন তারা।
Leave a Reply