গতকাল (২৮ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সজিব মালিথা এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৭ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়।সে সময় কর্মীদের সাথে নিয়ে পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন সাবেক এই জেলা ছাত্রলীগ নেতা।
এরপর সজিব মালিথার ঈশ্বরদী শহরের মালিথা মোড়ে অবস্থিত অফিসে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে প্রায় দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিগুলোতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
Leave a Reply