পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরদীর সকল শ্রেণিপেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজীব মালিথা।
অসাম্প্রদায়িক চেতনার বহুমাত্রিক প্রতিভার অধিকারী সাবেক এই ছাত্রলীগ নেতা সর্বমহলে ব্যাপক জনপ্রিয়। ধর্ম-দল-মত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
ঈদের শুভেচ্ছা জানিয়ে সজীব মালিথা বলেন, ঈশ্বরদীবাসীর সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এবারের ঈদের আনন্দও হোক স্বাস্থ্যবিধি মেনে।
এ সময় তিনি ‘বাংলাদেশ সারাবেলা’র মাধ্যমে করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ঈশ্বরদীবাসীকে অনুরোধ করেন।
তিনি আরো বলেন, এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে হচ্ছে যখন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।
তিনি আরও বলেন ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।তাই সবাই শান্তি-সম্প্রীতি বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন।
Leave a Reply