ঈশ্বরদীর রুপপুরে আজ শনিবার (১৫ই মে) ঈদের ২য় দিনে বনপাড়া- কুষ্টিয়া মহাসড়কের রুপপুর মোড়ে মোটরসাইকেলের হেলমেট ব্যবহার , ড্রাইভিং লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নিশ্চিত করতে রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ৷
রূপপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৬৭ মোটরসাইকেলে মামলা দেয়া হয়। এর মধ্যে নাম্বার বিহীন আটক হয়েছে ৪১ টি মোটর সাইকেল ও আর্থিক জরিমানা করা হয়েছে চার লক্ষ চুয়াত্তর হাজার টাকা।
ঈশ্বরদী থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন “মহাসড়কে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চলছে। যাতে সড়কে কোন দূর্ঘটনা না ঘটে আমরা এ অভিযান চলমান রাখবো।”
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান বৈধ-অবৈধ ও অনুমোদনবিহীন গাড়ি চলাচলে এলাকা গুলো শৃঙ্খলাহীন হয়ে পড়েছে। ছোট বড় দূর্ঘটনা ঘটে চলেছে।
এস.আই. আতিকুল ইসলাম এ বিষয়ে আরো বলেন “দূর্ঘটনায় যেন মহাসড়কে কারো প্রাণহানী না হয় সেজন্য আমরা এ ব্যবস্থা নিয়েছি যানবাহন চলাচলের নিয়ন্ত্রণে ঈদের ২য় দিন এ অভিযান পরিচালনা করেছি ৷”
Leave a Reply